শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা। বাজার থেকে মাংস কিনে, বাড়িতে রান্না করতে দিয়ে সবেমাত্র পরিচিতদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন কুলটির তুলসীহিড় এলাকার বাসিন্দা পরেশ মান্ডি। স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে ছাউনিতে বসে থাকার সময় আচমকা জনা কয়েক দুষ্কৃতী সেখানে চড়াও হয়। তাদের মধ্যে একজন খুব কাছ থেকে পরেশ মান্ডিকে পরপর তিনটি গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, নিহতের গলার নীচে ও বুকে ৩টি ক্ষতচিহ্ন মিলেছে। পুলিশের অনুমান, খুব কাছ থেকে গুলি করা হয়েছে।
নিহত পরেশ মান্ডির স্ত্রী মংলি মেঝান বলেন, 'আমার সঙ্গে থাকত না। ৫ বছর হয়ে গেল। কোথায় থাকত আমরা জানি না। মাঝে মধ্যে ঘরে আসত। আজ এসেছিল খাসির মাংস কিনে। বলেছিল রান্না করতে। তারপর বেরিয়ে যায়। তারপরেই খবর আসে গুলি করে দিয়েছে।'' স্থানীয় সূত্রে খবর, ইসিএলে কাজ করতেন নিহত এই ব্যক্তি। কাজে অনিয়মিত হওয়ায় তাঁকে বরখাস্ত করেছিল ইসিএল কর্তৃপক্ষ।
একদিকে কুলটিতে খুন। অন্যদিকে অন্ডালে অস্বাভাবিক মৃত্যু। বুধবার সকালে পশ্চিম বর্ধমানের দুই প্রান্তে দেখা গেল দুই ছবি। দুর্গাপুরের অন্ডালে রেল কর্মীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। আজ সকালে ফোনে যোগাযোগ করতে না পেরে, সহকর্মীরা এসে কোয়ার্টারের মধ্যে রেল কর্মীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃতের গলায় দাগ মিলেছে বলে দাবি। খুনের অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর, দিনকয়েক আগে স্ত্রীকে বিহারের বাড়িতে রেখে আসেন ওই রেল কর্মী। তারপর থেকে বাড়িতে একাই ছিলেন।
Post A Comment:
0 comments so far,add yours