দুই মহিলা স্বাস্থ্যকর্মী (Health Worker) পরস্পরের চুল ধরে (Pulling at each other's hair) টানছেন। সোমবার এমনই এক ভিডিও ভাইরাল (Video Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরে জানা যায়, বিহারের জামুই জেলার লক্ষ্মীপুর ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দুই স্বাস্থ্যকর্মী ওইভাবে মারামারি করছিলেন।ভিডিওয় দেখা যায়, তাঁদের থামাতে চেষ্টা করছেন এক ব্যক্তি। তার পরেও দুই মহিলা পরস্পরকে জুতো দিয়ে মারার চেষ্টা করেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার আশা কর্মী রিন্টু কুমারী এক সদ্যোজাতকে বিসিজি টিকার জন্য অক্সিলিয়ারি নার্স মিড ওয়াইফ রঞ্জনা কুমারীর কাছে নিয়ে যান। অভিযোগ, বিসিজি টিকা দেওয়ার জন্য ৫০০ টাকা চান রঞ্জনা কুমারী। তা নিয়ে দুই স্বাস্থ্যকর্মীর মধ্যে ঝগড়া শুরু হয়। শেষে মেটারনিটি ওয়ার্ডের সামনে তাঁরা মারামারি করতে থাকেন। ওই ঘটনার কথা জানতে পারে হাসপাতালের উচ্চপদস্থ অফিসাররা তদন্ত শুরু করেছেন। এখনও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। জানুয়ারির শুরুতেও জামুই জেলায় এক দাই ও অক্সিলিয়ারি নার্সকে আক্রমণ করেন হাসপাতালের এক কর্মী। সেই ভিডিও ভাইরাল হয়।



THE WALL
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours