সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: গত ২০১৭ সালের মতিয়ার রহমানের খুন মামলায় সাত আসামির যাবজ্জীবন সাজা ঘোষণা করল বিষ্ণুপুর মহকুমা আদালত। বাদশা মন্ডল, মনসুর মন্ডল, উম্মর মণ্ডল, রশিদ মন্ডল, শেখ হোসেন, শেখ সাবের, আকবর আলি মন্ডল নামে এই সাত ব্যক্তিকে বৃহস্পতিবার বিষ্ণুপুর আদালত সাজা ঘোষণা করলেন।
জানা গেছে, গত ২০১৭ সালের ৭এপ্রিল বাঁকুড়ার কোতুলপুর থানার অন্তর্গত খিরী খাঞ্জা গ্রামে ষোলআনার বুড়ো পীরের জলসা করাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় দুই পক্ষের। সেখানেই মতিয়ার রহমান গুরুতর ভাবে আহত হন। পরের দিন বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়। এই ঘটনায় ২২ জনের নামে কোতুলপুর থানায় অভিযোগ দায়ের হলে সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ধাপে ধাপে ২২ জনকে গ্রেফতার করে এবং তদন্ত শুরু হয় এবং বৃহস্পতিবার অর্থাত্ আজ বিচারপতি আতাউর রহমান ৭জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। বাকিদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকায় আগেই ছেড়ে দেওয়া হয় ।
Post A Comment:
0 comments so far,add yours