ছোটবেলা থেকেই কীভাবে স্বামী বিবেকানন্দকে ভালবেসে ফেললেন, জানালেন মোদী
গোটা বিশ্বে RSS-এর থেকে বড় কোনও স্বয়ংসেবক সংঘ নেই, ওরা আমাকে জীবনের উদ্দেশ্যে বুঝিয়েছে: মোদী
এক হাতে মেরেছিল ছোবল, আর এক হাতে সেই সাপকেই ধরে নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধ
মদ-মাংস বিক্রি করছে…’, কেদারনাথকে ‘অপবিত্র’ করার অভিযোগ তুলে অহিন্দুদের প্রবেশ বন্ধের দাবি BJP বিধায়কের
অকশনে অবিক্রিত, আইপিএলে দরজা খুলছে ভারতীয় অলরাউন্ডারের!
কোভিড সংক্রমণ (Covid Infection) বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি রাজস্থানের (Rajasthan) বিভিন্ন স্কুলে শুরু হয়েছে অনলাইনে (Online) পঠনপাঠন। কয়েকটই জেলায় প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা বন্ধই রয়েছে। এর মধ্যে উদয়পুরের এক নামি স্কুলের শিক্ষক অনলাইন ক্লাসের সময় অশ্লীল ছবির ভিডিও পাঠিয়েছেন ছাত্রদের।
স্থানীয় সূত্রে জানা যায়, দশম শ্রেণির অঙ্কের ক্লাস করানোর সময় শিক্ষক ওই লিঙ্ক পাঠান। এর পরেই নানা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। শিক্ষক ওই ভিডিও পাঠানোর কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষকের বিরুদ্ধে শো-কজ নোটিশ জারি করেন। অভিযুক্ত শিক্ষকের নাম ধ্রুব। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, বিকালে অঙ্কের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। সেজন্য ছাত্রদের লিঙ্ক পাঠানো হয়েছিল। সংশ্লিষ্ট গ্রুপটিও খোলা ছিল। ক্লাস শুরু হতে কিছু দেরি হয়েছিল। তাই তিনি অন্যান্য কাজ করতে থাকেন। আচমকাই অন্য একটি গ্রুপ থেকে অশ্লীল ছবির লিঙ্ক চলে আসে। সার্ভারের গোলমালে সেই লিঙ্ক ছাত্রদের গ্রুপে চলে গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের জন্য একটি কমিটি গড়েছে স্কুল কর্তৃপক্ষ।
Post A Comment:
0 comments so far,add yours