নাম জেনে ৩০ জনকে খুন করেছে এরা, জানুন কাশ্মীর হামলার পিছনে এই টিআরএফের ঠিকুজি-কুষ্ঠি
কাশ্মীরে জঙ্গি হামলার পরই কেন নেটিজেনদের নিশানায় অমিতাভ?
ভয়ঙ্কর’, জঙ্গি হামলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতে সফররত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
হৃদয়বিদারক! ন্যক্কারজনক’, কাশ্মীরে জঙ্গি হামলায় ফুঁসছে বলিউড
কোথাও শেখায় না মানুষ মারো’, ভাস্বরের কাশ্মীরি মুসলিম বন্ধুদের আর্তনাদ
মেলার তালিকায় রয়েছে গঙ্গা সাগরের মেলা, জয়দেব কেঁদুলির মেলা,চলবে পৌষ সংক্রান্তির মেলাও।
প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর কলকতায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।
তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।
Post A Comment:
0 comments so far,add yours