স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২২ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৭৮ হাজার ৩২৩।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৩৮ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৮২৭ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.১৮ শতাংশে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩৩ হাজার ৪২ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪৮ জন সক্রিয় রোগী বেড়েছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৬.৮৫ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার সামান্য কমল
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার অনেক বেড়েছে। এই সময়সীমায় রাজ্যে ৬০ হাজার ৫৫১টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলত, এ দিন সংক্রমণের হার ছিল ২৩.১৭ শতাংশ।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতা এবং উত্তর ২৪ পরগণা, দু'জায়গাতেই এ দিন সুস্থতা বেড়েছে। অন্য দিকে, কলকাতায় নতুন করে আক্রান্ত এ দিন ৬ হাজারের বেশি।
মহানগরে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৭০ এবং উত্তর ২৪ পরগণায় ২ হাজার ৫৪০ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৩ হাজার ২১৯ এবং ১ হাজার ২০ জন। কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন করে কোভিডরোগীর মৃত্যু হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার ৮৯, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ৪৩ হাজার ৭৬১। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১৫ হাজার ৬৮৫ জন এবং উত্তর ২৪ পরগণায় ৫ হাজার ৫৫৩ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫৩৩৭ এবং ৫০৩৩ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত -৯
সুস্থ হলেন -৭
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত -১২
সুস্থ হলেন -২০
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত -১৯৩
সুস্থ হলেন -৫৪
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত -৩
সুস্থ হলেন -৫
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত -৬১
সুস্থ হলেন -৩৪
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত -৪৫
সুস্থ হলেন -১৩
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -৩৫
সুস্থ হলেন -১৮
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -১২৫
সুস্থ হলেন -৬১
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত -১৮৭
সুস্থ হলেন -৩৩
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত -২৪৯
সুস্থ হলেন -১১১
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত -৩৯২
সুস্থ হলেন -১৪৫
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত -৫৫৬
সুস্থ হলেন -২৭৩
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত-২৩৩
সুস্থ হলেন -৬৬
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত -১০৮
সুস্থ হলেন -৪০
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত -১০৪
সুস্থ হলেন -২০
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত -১০০
সুস্থ হলেন -৪৪
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত-১৬৩
সুস্থ হলেন -৬৮
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত -২৪
সুস্থ হলেন- ১৫
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত -৭৬৩
সুস্থ হলেন -৩২৫
২০) হুগলি
নতুন করে আক্রান্ত -৬৭০
সুস্থ হলেন -২৯৫
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত -১,২৮০
সুস্থ হলেন -৫৫২
উল্লিখিত জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ জন করে কোভিডরোগীর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং হুগলিতে। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ২ জন করে কোভিডরোগী মারা গিয়েছেন।
Post A Comment:
0 comments so far,add yours