প্রয়াত নির্মলচন্দ্র ঘোষ। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এই প্রাক্তন ফুটবলারের। উলুবেড়িয়ার এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।১০ দিন আগে করোনার মৃদু উপসর্গ নিয়ে ভর্তি হন হাসপাতালে। মহমেডান, উয়াড়ির মতো ক্লাবে ফুটবল খেলেছেন নির্মল।

১৯৫০ সালে মহমেডানে যোগ দিয়েছিলেন তিনি। পরের বছর ড্রাই প্লোরোসিস রোগে আক্রান্ত হন। মুখ দিয়ে রক্ত বার হতে থাকে। এর ফলে সাময়িক ভাবে খেলা বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। ১৯৫৩ সালে ফের মাঠে ফিরে আসেন। উয়াড়ি ক্লাবে যোগ দেন। সেখানে দীর্ঘ দিন ফুটবল খেলেন। রোভার্স কাপে খেলেন তিনি।

শৈলেন মান্নার সঙ্গে নির্মল ঘোষ।

খেলা ছাড়ার পর উলুবেড়িয়ার ক্লাবে কোচিং করাতেন। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্মল।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours