বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: করোনা সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা ফিরেনি এখনও কিছু মানুষের হুঁশ,, এই পরিস্থিতিতে করোনার সংক্রমন রোধ ও এই সংক্রমণ থেকে বাঁচার একটাই উপায় সচেতনতা ও মাক্স পরা I কিন্তু অনেক ক্ষেত্রে বাজারে আশা ও কোন প্রয়োজনীয় কাজে বাইরে বেরোনো সময় সাধারণ মানুষের মধ্যে অসচেতনতার ছবি ধরা পড়েছে I কোথাও আবার বেপরোয়াভাবে মাক্স ছাড়াই ঘুরে বেড়াতে দেখা গেছে I 
তাই সাধারণ মানুষকে সচেতন করতে ও করোনা সচেতনতা বার্তা দিতে আজ ডায়মন্ড হারবার ২নং ব্লকের সরিষা শিশুরাম দাস কলেজের সামনে,"আপনার মাস্ক আপনার জীবন" সলোগান কে সামনে রেখে শিশুরাম দাস কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ও যুব নেতা শামীম আহমেদ এর ব্যবস্থাপনায় ডবল মাক্স ও সেনিটাইজার বিতরণ কর্মসূচি রাখা হয় I কলেজের ছাত্র পরিষদের পক্ষ থেকে জানা যায় সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল এর সার্থক বাস্তবায়নের লক্ষ্যে যুব নেতা শামীম আহমেদ এর ব্যবস্থাপনায় ও শিশুরাম দাস কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতনতা করা হয় I
ও পথ চলতি সাধারণ মানুষের হাতে ডবল মাক্স ও স্যানিটাইজার তুলে দেওয়ার পাশাপাশি পথচলতি মানুষকে ডবল মাক্স পরিয়ে দেওয়া হয় ও পথচলতি সকলকে মাক্স পড়ার জন্য অনুরোধ করা হয়। ছাত্র পরিষদের এই মহা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours