বাগুইআটিতে বিয়েবাড়িতে আগুন। সোমবার সন্ধ্যায় রঘুনাথপুরের একটি অনুষ্ঠান বাড়িতে আগুন লাগে। ব্যাঙ্কুয়েট হলের রান্নাঘরে আগুন লাগে। আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। নিচের ফায়ারবক্সেও আগুন লেগে যায়। এ ঘটনায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন। তাদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আগুন দেখে ঘটনাস্থলে পৌঁছে যায় লোকজন। এ ঘটনা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করে। বাগুইআটি থানার আইসি ভারী পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
প্রথমে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ এবং তারপর বৈদ্যুতিক বক্সটি ভেঙ্গে ব্যাঙ্কুয়েট হলে আগুন লাগে বলে জানানো হয়েছিল। ফায়ারবক্সের নিচের দেয়াল ভেঙে গেছে। দমকল কর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কয়েকজনের মৃতদেহও উদ্ধার করা হয়েছে। কাউন্সিলর অনিতা বিশ্বাসও এলাকা পরিদর্শন করেন। ৪টি লোকোমোটিভ আগুন নেভায়।
Post A Comment:
0 comments so far,add yours