আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
দীর্ঘদিন ধরে রমরমিয়ে ব্যবসা চালানোর পর পর্দাফাঁস হল এক ভুয়ো চিকিত্সকের। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ধামুয়া এলাকার চেম্বারে সংবাদমাধ্যমের এক কর্মীর কাছে ধরা পড়ে যান তিনি। পেসক্রিপশনে এমবিবিএস লিখলেও, সেই শংসাপত্র দেখাতে পারেননি নিজেকে চিকিত্সক বলে দাবি করা ওই ব্যক্তি।চিকিত্সক হওয়ার প্রয়োজনীয় শংসাপত্র যে তাঁর নেই, তাও স্বীকার করে নিয়েছেন তিনি। তাঁকে আটকও করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজের পরিচয় দিতেন লুইজ ফিলিপ নামে। তাঁর প্রেসক্রিপশনে 'এমবিবিএস'-সহ একাধিক মেডিক্যাল ডিগ্রির উল্লেখ থাকত। জাল প্রেসক্রিপশন ছাপিয়ে কয়েক মাস ধরেই মগরাহাটের ধামুয়া, বানেশ্বরপুর-সহ একাধিক জায়গায় চিকিত্সা করছিলেন তিনি। মগরাহাট থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একাধিক জায়গায় ছিল তাঁর চেম্বার। সেখানেই চলত রোগী দেখা। পাশাপাশি তিনি জাল ওষুধ বিক্রির সঙ্গেও জড়িত বলে জানা গিয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours