বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়োগে মোট শূন্যপদ ২ টি। পদের নাম সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল (Software Support Personnel)। আপাতত অস্থায়ী পদে এই নিয়োগ করা হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৩ বছরের PGDCA/B.SC (Computer Science)/BCA/DOEACC 'A' লেভেল কোর্স। সাথে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ইন্সটলেশন, মেইনটেনেন্স এবং DBMS Implementation Support এর দক্ষতা থাকতে হবে।
উপরোক্ত যোগ্যতার গুলির সঙ্গে যদি মানানসই হোন তাহলে অতি শীঘ্রই এই https://www.kmcgov.in/ ওয়েবসাইটে যোগাযোগ করুন।
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিয়োগ সম্পর্কিত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন। এই নিয়োগে আবেদন করতে হবে ই-মেইলের মাধ্যমে। নির্দিষ্ট বায়োডাটা সঙ্গে মাধ্যমিক থেকে শুরু সমস্ত শিক্ষাগত যোগ্যতার স্ক্যান করা মার্ক শিট এবং অন্যান্য জরুরি নথি [email protected] এই ই-মেইল আইডিতে পাঠাতে হবে।
এরপর শর্টলিস্ট হওয়া প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যেসব কর্মীরা নিযুক্ত হবেন তাদের বেতন রয়েছে প্রতি মাসে ১৮,০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ -
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২৪ জানুয়ারি, ২০২২।
Post A Comment:
0 comments so far,add yours