আমাদের নেতা’, অভিষেককে এভাবেই সম্বোধন করলেন বক্সী
হোলির রাতে রক্তে ভাসল কালিয়াচক! বাইক থামিয়ে কোপের পর কোপ, ঘটনাস্থলেই মৃত্যু যুবকের, হাসপাতালে দাদা
মাঝরাতে লঙ্কা ক্ষেত থেকে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার, ব্যাপক উত্তেজনা ভাঙড়ে! খুনের দাবি পরিবারের
হরিনাম সংকীর্তন উপলক্ষে বাড়ি ফিরেছিল! সাতসকালেই দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার ঘনাচ্ছে রহস্য, খুন নাকি দুর্ঘটনা? ধন্দে গ্রাম
দহন জ্বালার মধ্যেই স্বস্তি দিতে আসছে বৃষ্টি, সঙ্গে ঝড়! দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর
ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রায়ই ভ্লগ শেয়ার করে থাকেন সোনু নিগম। এদিন তিনি ভিডিও শেয়ার করে বলেন, 'আমি এখন দুবাইয়ে রয়েছি। আমার ভারতে ফেরার কথা ছিল বিভিন্ন জায়গায় পারফর্ম করার জন্য এবং বেশ কিছু রিয়েলিটি শোয়ের শ্যুটিংয়ের জন্য। কিন্তু আমি করোনা আক্রান্ত। আমি পরীক্ষা করাই। রিপোর্ট পজেটিভ আসে। ফের পরীক্ষা করাই। ফের রিপোর্ট পজেটিভ আসে। তাই আমার মনে হয়, মানুষকে এটার সঙ্গেই বাঁচতে হবে। আমি কোভিড পজেটিভ। কিন্তু মারা যাইনি। আমার গলা আগের থেকে ভালো আছে। মাঝে বেশ খারাপ হয়েছিল। আমার তাঁদের কথা ভেবে খুব খারাপ লাগছে, আমার জন্য যাঁদের অনেক ক্ষতি হয়ে গেল। শ্যুটিংয়ের জন্য বেশ কিছু জায়গায় যাওয়ার ছিল। কিন্তু কীকরে যাব। আমি কোভিড পজেটিভ।'
সোনু নিগম আরও বলেন, 'এটা খুবই দ্রুত ছড়াচ্ছে। আমার খারাপ লাগছে এটা ভেবে যে সবে কিছু কাজ আমরা শুরু করেছিলাম। ছবির জগতের সঙ্গে যাঁরা জড়িয়ে রয়েছেন, তাঁদের জন্যও খুব খারাপ লাগছে। কারণ, গত দুটো বছর ধরে চলছে এই করোনা পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। ফের সংক্রমণ বাড়ায় নানা জায়গায় সিনেমাহল বন্ধ হচ্ছে। তারপরও আশা করছি সবকিছু ফের একদিন ঠিক হয়ে যাবে।'
ভিডিওর শেষে সোনু নিগম জানান যে, তিনি একাই নন, তাঁর সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী মধুরিমা, ছেলে নিভানও।
Post A Comment:
0 comments so far,add yours