শারীরিক অবস্থার সামান্য উন্নতি লতা মঙ্গেশকরের।এখনও আইসিইউতে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তবে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।এমনটাই জানিয়েছেন চিকিত্‍সক প্রতীত সামদানি।করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে শুধু অগণিত ভক্তকূলই নয়, উদ্বেগে চিকিত্‍সকরাও।



তাই কোনও ঝুঁকি না নিয়ে আপাতত তাঁকে আইসিইউ ওয়ার্ডেই রাখা হবে বলে এর আগের মেডিক্যাল বুলেটিনে জানিয়ে দেওয়া হয়। আগামী ১০-১২ দিন বর্ষীয়ান চিকিত্‍সকদের কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকবেন।গত মঙ্গলবার কিংবদন্তি সংগীতশিল্পীর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। পরে জানা যায়, শনিবারই হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। কোভিডের পাশাপাশি নিউমোনিয়াও রয়েছে ৯২ বছরের শিল্পীর। সেই কারণেই তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিত্‍সা করা হচ্ছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours