মঙ্গলবার চতুর্থবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত দুই বছরের বেশি সময় ধরে করোনা ভাইরাসের কারণে ভারত তথা বিশ্ব অর্থনীতি ডামাডোলের মধ্য দিয়ে চলেছে। ফের একবার নতুন করে করোনা আশঙ্কা কাটিয়ে আশার আলো দেখতে শুরু করেছে ভারতের অর্থনীতি। এই অবস্থায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আয়কর, শিল্প, পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে ভারত সরকার বাজেটের মাধ্যমে কোন আশার আলো দেখাতে পারে এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।মহামারীর সময়, বিশেষ করে দেশের আমজনতার জন্য সাধারণ বাজেট কী অসাধারণ অপেক্ষা করে রয়েছে তা অবশ্যই দেখার বিষয়। এই সমস্ত আপডেট জানতে নজর থাকুক এই পেজে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours