সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী এদিনও রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের জানিয়েছেন, এখনও সব কিছু বন্ধ করে দেওয়ার পক্ষপাতী নন তিনি। তাই এদিন নবান্ন থেকে যাই ঘোষণা করা হোক না কেন তাতে ট্রেন, বাস, মেট্রো বা যানবাহন বন্ধের মতো কোনও বিষয় যে থাকবে না সেটা পরিষ্কার। নবান্নের আধিকারিকদের অভিমত মূলত যেসব জায়গাগুলিতে জমায়েত হচ্ছে সেই সব জায়গায় বিধিনিষেধ আরোপ করা হতে পারে। তবে পুরোপুরি কোনও কিছুই বন্ধ করা হচ্ছে না। বার, রেস্তোঁরা, শপিং মল, সিনেমা হল, মাল্টিপ্লেক্স প্রভৃতি জায়গায় ফুটফল নিয়ন্ত্রণ করা হবে। এই সব জায়গায় ১০০ শতাংশের জায়গায় হয়তো অর্ধেক সংখ্যায় মানুষকে প্রবেশ করার অধিকার দেওয়া হতে পারে। চালু থাকা মেলায় হস্তক্ষেপ না করলেও, নতুন করে কোনও মেলা হয়তো এখনই আর চালু করতে দেওয়া হবে না। একই সঙ্গে রাজ্যে স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিছু দিনের জন্য ছুটি ঘোষণা করা হতে পারে। তবে এখনই 'আংশিক লকডাউন' বা 'কঠোরতম বিধিনিষেধ' জারির কথা ভাবছে না রাজ্য। তাই বন্ধ হচ্ছে না ট্রেন, বাস বা মেট্রো পরিষেবা। তবে ধাপে ধাপে বিধিনিষেধ জারি করা হবে এবং আগামিদিনে পরিস্থিতি বুঝে তা আরও বাড়ানো হতে পারে বলেই জানা গিয়েছে।
সোমবার নয়, এদিন বিকালেই বড় ঘোষণার পথে হাঁটা দিতে চলেছে রাজ্য সরকার। কোভিডের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকেই কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে রাজ্য সরকার। সেই সব বিধিনিষেধের কথা রবিবার বিকালেই ঘোষণা করে দেওয়া হতে পারে নবান্ন থেকে।
Post A Comment:
0 comments so far,add yours