বৌদির প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হঠাত্‍ই নদীতে ঝাঁপ দিলেন এক যুবক! সৌভাগ্যক্রমে লঞ্চের মাঝিরা সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেন। আজ, রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের কালনা ঘাটের কাছে। জানা গেছে, রবিবার সকাল ১১টা নাগাদ শান্তিপুর থেকে লঞ্চে করে কালনার দিকে যাচ্ছিলেন ওই যুবক।নাম প্রতীক ধর। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের সুলতানপুরে। তিনি শান্তিপুরের একটি ফাস্টফুড সেন্টারে কাজ করতেন। এলাকাবাসীরা জানিয়েছেন, দীর্ঘ দু'বছর ধরে নিজেরই এক বৌদির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু সম্প্রতি সেই মহিলা তাঁকে খারিজ করে দেন। সেই অবসাদেই ওই যুবক আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। প্রতীক ধরকে উদ্ধার করে শান্তিপুরের কালনা ঘাটে নিয়ে আসা হয়। তার প্রাথমিক শুশ্রূষা করেন সিভিক ভলেন্টিয়াররা। ওই যুবকের বাড়িতেও খবর পাঠানো হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours