বসিরহাটের বাদুড়িয়া ব্লকের যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের পিঙ্গলেশ্বর গ্রাম। ওই গ্রামের বাসিন্দা সহিদুল মন্ডল (৬১) পেশায় কৃষক।গত ১০ বছর ধরে তিনি যথাসময়ে বার্ধক্য ভাতা পাচ্ছেন। কিন্তু ২০২০ সালের সেপ্টেম্বরের পর হঠাত্ তা বন্ধ হয়ে যায়। ব্যাঙ্ক থেকে পঞ্চায়েত অফিসে এদিক ওদিক ঘুরেও কোনও ফল পাননি সহিদুল। অবশেষে তিনি বাদুড়িয়া বিডিও অফিসের নোডাল অফিসারের সাথে যোগাযোগ করে জানতে পারেন যে তাকে বার্ধক্য ভাতার তালিকায় মৃত ঘোষণা করা হয়েছে এবং যাদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান জাইদুল হক বৈদ্য তাকে মৃত ঘোষণা করেছেন।
যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহিদুলের মতে, জাইদুল তালিকায় স্বাক্ষর করে তাকে মৃত ঘোষণা করেন। তাই তার বার্ধক্য ভাতা বন্ধ করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট ঘটনার কথা স্বীকার করে বলেছেন যে এটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হতে পারে। অন্যদিকে, বর্তমান পঞ্চায়েত প্রধান কঙ্কলতা মণ্ডলকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, যে সময়ে জায়েদুল হক এই কাজটি করেছিলেন, কঙ্কলতা নিজে শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন এবং সেই সময় পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান ছিলেন।
বর্তমান উপপ্রধান জায়েদুল হক বৈদ্য। তিনি বলেন, "অভিযোগ পাওয়ার সাথে সাথে আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি চাই ওই ব্যক্তির বয়স্ক ভাতা দ্রুত শুরু হোক।" বাদুড়িয়ার বিডিও, উত্তর ২৪ পরগনার জেলা ম্যাজিস্ট্রেট, বাদুড়িয়ার বিধায়ক, যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও এই বিষয়ে অভিযোগ করেছেন সহিদুল।
Post A Comment:
0 comments so far,add yours