শিলিগুড়ি: থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রমরমিয়ে চলছে জুয়ার ঠেক। খবর পেতেই নড়েচড়ে বসে প্রশাসন। শহরের দু' জায়গায় হানা দিয়ে মোট ১৪ জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় বেশ কিছু নগদ অর্থ, মোবাইল, একটি স্কুটি ও অন্যান্য সামগ্রী। ঘটনা শিলিগুড়ির।

জানা যায়, বেশ কিছু দিন থেকেই এনজেপি থানার ঠিক উল্টো‌ দিকে শান্তিপাড়া রেলের আন্ডারপাসের আশেপাশে বসত জুয়ার আসর।দূর-দুরান্ত থেকে জুয়ারিরা জুয়া খেলতে আসে এখানে। শনিবার সকালে সেই জুয়ার আড্ডায় হানা দেয় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ দেখে অনেকেই এদিক ওদিক পালাবার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি, পুলিশের জালে ধরা পরে ৭ জুয়ারি।


অপরদিকে, এনজেপি নেতাজি মোড়ে জুয়ার আসরে হানা দিয়ে আরও ৭ জনকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। জুয়ারিদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু নগদ অর্থ, মোবাইল, একটি স্কুটি সহ একাধিক সামগ্রী।


কিন্তু থানার ঢিল ছোঁড়া দূরত্বে এই দিনের পর দিন অসামাজিক কাজ কীভাবে হয়ে আসছে, কেন এত বড় বিষয়টি পুলিশের চোখ এড়িয়ে গেল, সে নিয়ে উঠছে নানান প্রশ্ন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours