করোনার থাবা আপ সুপ্রিমোকে। টুইট করে একথা নিজেই জানালেন অরবিন্দ কেজরিওয়াল। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

টুইটারে তিনি লেখেন, 'আমার কোভিড রেজাল্ট পজিটিভ এসেছে। উপসর্গ হালকা। বাড়িতে নিজেকে আইসোলেশন করেছি। গত কয়েক দিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেকে আইসোলেট করুন এবং করোনা পরীক্ষা করান।'

সোমবার নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশ গিয়েছিলেন কেজরিওয়াল। এর আগে গত বছর এপ্রিলে তার স্ত্রী সুনীতা করোনা আক্রান্ত হয়েছিলেন।

দিল্লিতে করোনা পরিস্থিতি ভয়ানক। সোমবার রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯ জন। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আশ্বাস দিয়েছেন, দিল্লিতে সরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে চিকিত্‍সাকর্মীদের কোনও অভাব নেই।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours