দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ সন্দেহের বসে প্রকাশ্যে দিবালোকে এক গৃহবধূকে মারধর,এমনকি মাথার চুল কেটে নেওয়া ও বাড়ি ভাংচুরের ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অজবনগর গ্রাম পঞ্চায়েতের অজবনগর মধ্যপাড়ায়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে,যদিও ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

এমনকি এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঘাটাল থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানাযায়,অজবনগর মধ্যপাড়ার এক যুবক পেশায় গাড়িচালক খোকন বর দোলুইয়ের ২ মাস আগে মৃত্যু হয়। পরিবারের অভিযোগ বিষক্রিয়ায় মৃত্যু। মৃতের পরিবার ও এলাকার কিছু মানুষের অভিযোগ যে এই ঘটনায় গ্রামেরই বেশ কয়েকজন মহিলা জড়িত ছিল কারণ তাদের সাথে খোকনের যোগাযোগ ছিল। সেই সময় এই ঘটনায় গ্রামের বেশকিছু মহিলাদের বাড়িতে চড়াও হয় মৃত খোকন বর দোলুইয়ের পরিবারের লোকজন। সেই সময় খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু সন্দেহের তালিকায় খোকনের পরিবারের লোকেরা রেখেছিল ওই গ্রামেরই এক গৃহবধূ জেত্‍স্না বর দোলুইকে। সেই সময় জোত্‍স্না শ্বশুর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বাপের বাড়িতে বলেও অভিযোগ ছিল। আর আজ সকাল নাগাদ জোত্‍স্না ফের শ্বশুর বাড়িতে আসলে জোত্‍স্নার বাড়িতে চড়াও হয় খোকনের পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার বেশ কিছু মহিলারা। তারা প্রথমে জোত্‍স্নার বাড়িতে ভাঙচুর করে,তারপর জোত্‍স্নাকে বাড়ি থেকে টানতে টানতে বার করে এনে প্রকাশ্যে দিবালোকে তার মাথার চুল কেটে নেয় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় জোত্‍স্না ও তার পরিবারের লোকেরা দ্রুত ঘাটাল থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মহিলাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এমনকি এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours