হরি ঘোষ,দুর্গাপুরঃ ফের সাইবার প্রতারণা দুর্গাপুরে। মোবাইলে সিম চালু করে দেওয়ার নামে রবিবার সন্ধ্যায় একটি লিঙ্ক পাঠানো হয় দুর্গাপুরের সিটি সেন্টারের অলোক চট্টরাজ নামের অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মীর মোবাইলে। সেই লিংকের মাধ্যমে 10 টাকা রিচার্জ করার কথাও জানায় প্রতারকরা।সেই লিংকটি হাত দিতেই ওই ব্যাক্তির দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৬৪ হাজার টাকা দফায় দফায় গায়েব হয়ে যায় বলে অভিযোগ। সোমবার দুর্গাপুরের সাইবার সেল, দুর্গাপুর থানা এবং দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং সাইবার সেল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours