ডেরেক, দোলা সহ ১০ তৃণমূল সাংসদের বিরুদ্ধে সমন জারি, দিতে হবে হাজিরা
যোগ্য-অযোগ্যে তরজাতেই গেল না, ‘গা বাঁচিয়ে’ SSC নিল বড় সিদ্ধান্ত
আমাদের শরীরটাই রয়ে গিয়েছে, আত্মা মরে গিয়েছে…’ , নাছোড় আন্দোলনে নেমে অসুস্থ হতে শুরু করেছেন চাকরিহারারা
ওরআএস খান, সুস্থ থাকুন… তাই বলে বারবার বিরিয়ানি আনবেন আর আমরা দেখব!’ বিস্কুট খেয়েই রাত কাটল চেয়ারম্যানের
ট্রলি ব্যাগে আস্ত লাশ, খোলা চুল-মুখে জড়ানো ব্রাউন টেপ, চোখ কপালে পুলিশের
হরি ঘোষ,দুর্গাপুরঃ ফের সাইবার প্রতারণা দুর্গাপুরে। মোবাইলে সিম চালু করে দেওয়ার নামে রবিবার সন্ধ্যায় একটি লিঙ্ক পাঠানো হয় দুর্গাপুরের সিটি সেন্টারের অলোক চট্টরাজ নামের অবসরপ্রাপ্ত বেসরকারি কর্মীর মোবাইলে। সেই লিংকের মাধ্যমে 10 টাকা রিচার্জ করার কথাও জানায় প্রতারকরা।সেই লিংকটি হাত দিতেই ওই ব্যাক্তির দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৬৪ হাজার টাকা দফায় দফায় গায়েব হয়ে যায় বলে অভিযোগ। সোমবার দুর্গাপুরের সাইবার সেল, দুর্গাপুর থানা এবং দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং সাইবার সেল।
Post A Comment:
0 comments so far,add yours