আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ, বসিরহাটকাণ্ডে নয়া মোড়
৬ মিনিটেই দশ লক্ষ…, বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক পান্ডিয়া!
হুমায়ুন কবীরকে শোকজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে জবাব তলব, মমতার বার্তা সিদ্দিকুল্লাকে
সুস্বাস্থ্যের পঞ্চায়েত গড়ার উদ্যোগ নিল ঘোড়ামারা
অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে বিজেপি’, কেন বললেন শুভেন্দু?
ভার্জিনিয়া মাবুগার কথাই ধরা যাক। বয়স মাত্র ১৩ বছর।তার একটি তিন মাসের শিশু সন্তান রয়েছে। সকাল হলেই জল আনতে যাওয়া। জল এনে দিয়ে বাড়ির কাছে সে সবজি বিক্রি করে। হাত ফাঁকা হলে মাকে রান্নার কাজে সাহায্য করে। তিন মাসের সন্তানের পরিচর্যার দায়িত্ব সামলাতে হয়।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অতিমারির বহু আগে থেকেই জিম্বাবোয়েতে নাবালিকাদের বিয়ে দিয়ে দেয় পরিবার। আর করোনার দাপট শুরু হওয়ায় তা আরও মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে। ২০২০ থেকে দেড় কোটির দেশে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। গর্ভবতী হয়ে পড়লেও নাবালিকারা যাতে স্কুলত্যাগ না করে তার জন্য সরকার আইন বদল করেছিল। কিন্তু তারপরেও স্কুলছুটের সংখ্যাটা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আর করোনা এবং অমিক্রনের কারণে স্কুলবন্ধ থাকায় নাবালিকারা গর্ভে সন্তান ধারণ করছেন। সরকার রীতিমতো চিন্তায়।
Post A Comment:
0 comments so far,add yours