পাকিস্তান থেকে আনা হয়েছে বিস্ফোরক
গোয়েন্দা বিভাগ জানিয়েছে, জঙ্গিরা পাকিস্তান থেকে বিস্ফোরক ইতিমধ্যেই ভারতে নিয়ে এসেছে। গাজিপুর মাণ্ডিতে যে আইইডি মিলেছিল, তা এরই অংশ। উল্লেখ্য, গাজিপুর ফুল মাণ্ডিতে গত সপ্তাহেই আরডিএক্স ও অ্যামোনিয়াম নাইট্রেট ভরা আইইডি মিলেছিল। একটি ব্যাগে রাখা হয়েছিল ওই আইইডি।
যেভাবে জম্মু বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছিল, সেইভাবেই জঙ্গিরা ড্রোনের মাধ্যমে হামলা চালাতে পারে। ড্রোনের মাধ্যমে প্যারেড রুট বা তার আশেপাশে হামলার আশঙ্কার কথা গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে। উল্লেখ্য, রাজধানী দিল্লিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ২০ জানুয়ারি থেকেই অ্যান্টি-ড্রোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণা অনুযায়ী, ড্রোন, প্যারা গ্লাইডার, ইউএভি, মাইক্রো এযার ক্র্যাফ্ট, এয়ার বেলুনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে এই অ্যান্টি ড্রোন ব্যবস্থা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে। দিল্লি পুলিশের স্কোয়াড টিমের সক্রিয়তার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকাতেও টহলদারির সঙ্গে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইন্ডিয়া গেট ও জনবহুল এলাকাগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোবাইল পুলিশ কন্ট্রোল রুম ভ্যানকেও নিরাপত্তা ব্যবস্থার কাজে লাগানো হয়েছে, যাতে সন্দেহভাজনদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা যায়।
INFORMATION- ABP ANANDA
Post A Comment:
0 comments so far,add yours