ফেনসিডিল পাচার এর আগে ব্যাগভর্তি ফেনসিডিলসহ দুই পাচারকারীকে গ্রেফতার করল মালদার মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রের খবর এ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে মানিকচকের শেখপুরা মোড় এলাকায় থেকে পাকড়াও করে পুলিশ। শুক্রবার ধৃত দুই জনকেই মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্তপ্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতরা হলেন শেখ ইমাম ও আমিরুজ্জামান। দুজনের শেখপুরা এলাকার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে ব্যাগভর্তি ৬৬ বোতল ফেনসিডিল। পুলিশ জানাচ্ছে, এই ফেনসিডিল গুলি কোন প্রান্তে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়।

ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারাই মামলা রুজু করে শুক্রবার মালদা জেলা আদালতে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। সাথে এই মাদক পাচার চক্র কারা জড়িত তা খতিয়ে দেখতে রীতিমতো তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ প্রশাসন।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours