Home
Daily News
Kakdwip news
WB News
ফেসবুকে পরিচয় হওয়া যুবকের সঙ্গে সম্পর্ক! স্বামী, ছেলেমেয়েকে রেখে ঘর ছাড়লেন গৃহবধূ
Subscribe to:
Post Comments (Atom)
গত ১২ জানুয়ারি বুধবার, রিষড়ার মোড় পুকুরের আদর্শ নগর এলাকার বাসিন্দা ধর্মেন্দ্র সিংহের স্ত্রী কবিতা নিখোঁজ হন।
অভিযোগ দায়ের হওয়ার সাত দিন পরও কোনও খোঁজ পাওয়া যায়নি ওই গৃহবধূর।
তবে, রিষড়া পুরসভার সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে কিছু তথ্য পুলিশের হাতে উঠে এসেছে। সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে, একটি অ্যাপ ক্যাব ১২ জানুয়ারি সকাল নটা নাগাদ রিষড়ায় এসেছিল। সেই গাড়ির নম্বর দেখে অ্যাপ ক্যাব মালিকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। জানা গিয়েছে, কলকাতা থেকে দুই যুবক ওলা নিয়ে রিষড়া আসেন। রিষড়ায় এক মহিলাকে গাড়িতে তুলে তাঁরা খড়্গপুর চলে যান। পুলিশের অনুমান ওই দুই যুবকের সঙ্গে সম্ভবত গুজরাতে চলে গিয়েছেন গৃহবধূ কবিতা। দু'এক দিনের মধ্যেই তাঁর খোঁজ পাওয়া যেতে পারে বলেও মনে করছে পুলিশ।
কবিতার স্বামী ধর্মেন্দ্র পুলিশকে জানিয়েছেন যে, তাঁর স্ত্রীর কাছে একটি ফোন নম্বর ছিল। তবে পুলিশের অনুমান, কবিতা অন্য একটি নম্বরও ব্যবহার করতেন। আর সেই নম্বর থেকেই গোপনে প্রেমিকের সঙ্গেও যোগাযোগ রাখতেন।
ধর্মেন্দ্র জানান, প্রায় পনেরো বছর আগে কোন্নগরের চটকল এলাকার বাসিন্দা কবিতাকে ভালোবেসে বিয়ে করেন তিনি। মাঝেও একবার এক যুবকের সঙ্গে মেলামেশা নিয়ে তাঁদের মধ্যে অশান্তি হয়। তাঁদের তেরো বছরের ছেলে এবং ছয় বছরের মেয়ে রয়েছে। স্বামীর করুন আবেদন, যে কোনও ভাবে পুলিশ যেন তাঁর সন্তানদের মাকে ফিরে পেতে সাহায্য করে
Post A Comment:
0 comments so far,add yours