শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ৬ প্রদেশে টর্নেডোর (Tornado) হানা। ৩২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ায় লন্ডভন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে একাংশ। মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কেনটাকি প্রদেশ (Kentucky)। টর্নেডোর তাণ্ডবে সেখানে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে খবর, মেফিল্ডের একটি মোমবাতি কারখানায় ১১০ জন কাজ করছিলেন। টর্নেডো আছড়ে পড়ায় বহু শ্রমিকের মৃত্যু হয়। মাইলের পর মাইল এলাকাজুড়ে তাণ্ডব চালায় ঝড়। কেনটাকিতে জরুরি অবস্থা জারি হয়েছে। আরকানসাসের মনেটে উড়ে গিয়েছে নার্সিংহোমের ছাদ। ইলিনয়ে ই-কমার্স সংস্থা অ্যামাজনের গুদাম ক্ষতিগ্রস্ত। টর্নেডোর দাপট দেখা গিয়েছে টেনেসি ও মিসৌরিতেও।
Post A Comment:
0 comments so far,add yours