দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বুধবার রাতে ফেসবুকে শেষ খোলা চিঠিতে বান্ধবীর সুস্থতার খবর জানালেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। তবে ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত ক্যানসারের জন্য তাঁর চিকিত্‍সা চলবে।

বর্তমানে ক্যানসারের আর কোনও কোষ ঐন্দ্রিলার শরীরে অবশিষ্ট নেই। সব্যসাচী ফেসবুক বার্তায় লিখেছেন, ঐন্দ্রিলা এখন সুস্থ এবং বিপদমুক্ত। নতুন বছর থেকে শারীরিক অবস্থার সবটা জানতে প্রতি তিন মাস অন্তর স্ক্যান করা হবে। চিকিত্‍সকের নির্দিষ্ট নিয়ম মেনেই আগামী দিনে চলতে হবে অভিনেত্রীকে।
আবেগঘন পোস্টেই সব্যসাচী লিখেছেন, অস্ত্রপচারের ধকল সামলে সম্পূর্ণ সুস্থ হয়ে তারপর শুটিং ফ্লোরে পা রাখবেন ঐন্দ্রিলা। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে অভিনেত্রীর শরীর থেকে বাদ পড়েছে অর্ধেক ফুসফুস, হৃদপিণ্ডের ছাল এবং ডায়াফ্রামের একাংশ। স্টেরয়েড এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ওজন বেড়ে গিয়েছে ঐন্দ্রিলার। সেই ওজন কমিয়ে স্বমহিমায় ফিরে আবারও ক্যামেরার সামনে শট দিতে দেখা যাবে নায়িকাকে।
চলতি বছরে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার ক্যানসার ধরা পড়ে ঐন্দ্রিলার। সেই সময় থেকেই তাঁর লড়াইয়ে পাশে থেকেছেন প্রিয় বন্ধু সব্যসাচী। মায়ের মতোই আগলে রেখেছেন তাঁকে। ঐন্দ্রিলার এক একটি কেমোথেরাপির পর যুদ্ধ শেষের গল্প লিখতেন ফেসবুকে। ঐন্দ্রিলাকে মন শক্ত করে লড়ে যাওয়ার সাহস জুগিয়েছিলেন হাজার হাজার মানুষও। সব্যসাচী জানিয়েছেন, সকলের শুভেচ্ছা এবং ভালবাসার খবর পেয়ে মনে আরও সাহস পেয়েছে ঐন্দ্রিলা। সব্যসাচী আরও জানালেন, যেহেতু ঐন্দ্রিলার লড়াই শেষ, তাই এই শেষ তিনি কলম ধরলেন। এত মানুষের শুভেচ্ছা পেয়ে আপ্লুত সব্যসাচী। নায়িকার সুস্থতার খবর জানতে পেরে আত্মহারা অনুরাগীরাও। কারও কারও মতে, এ যেন কোনও রূপকথার গল্পের মতো। জীবনের চড়াই উত্‍রাই পেরিয়ে জিতে যাওয়ার গল্পে চোখ ভিজেছে সকলের।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours