পূর্ব মেদিনীপুরের পটাশপুরে যুবককে গুলি করে খুনের ঘটনায় ৩ যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, চুরির টাকার বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে এই খুন। শুক্রবার ধৃতদের কাঁথি আদালতে পেশ করা হয়।
বৃহস্পতিবার পটাশপুরে বিশ্বনাথপুরে বিশ্বনাথপুর গার্লস হাই স্কুলের সামনে কেলেঘাই নদের পাড়ে উদ্ধার হয় বাপি নায়েক (৩২) নামে এক যুবকের দেহ উদ্ধার হয়।
তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা টারজান নায়েক, লক্ষ্মণ নায়েক ও তাপস সোরেন। ধৃতরা ওই গ্রামেরই বাসিন্দা।
তদন্তকারীরা জানিয়েছেন, বাপিসহ চারজন একটি গ্যাংয়ের সদস্য ছিল। তারা বিভিন্ন জায়গায় চুরি ও পকেটমারি করত। সেই টাকা সমান ভাগ হত ৪ জনের মধ্যে। সম্প্রতি বাপি অন্যদের ভাগ দিতে অস্বীকার করে। এর জেরেই বিবাদের শুরু। বৃহস্পতিবার বাপিকে নদের পাড়ে ডেকে এনে গুলি চালায় অভিযুক্তরা। বাপি লুটিয়ে পড়লে রিভলভার ফেলে পালায় তারা।
Post A Comment:
0 comments so far,add yours