রেলস্টেশনে বেআইনি কাজ রুখতে রেলের বিশেষ তত্পরতা। স্টেশনে স্টেশনে চলছে তল্লাশি-নাকাচেকিং। স্বাভাবিকভাবেই রাজ্য তথা দেশের অন্যতম হাওড়া স্টেশনেও বাড়ানো হয়েছে নজরদারি। তার ফলও মিলল হাতেনাতে। অন্যতম ব্যস্ত হাওড়া স্টেশনে লক্ষাধিক টাকার সোনার গয়না বাজেয়াপ্ত করল পূর্ব রেলের আরপিএফ আধিকারিকরা।৯ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে ব্যাগ নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে আরপিএফ। সন্দেহ হওয়ার ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে আরপিএফ জওয়ানরা।

 
এরপরে ধৃতের ব্যাগে তল্লাশি চালালে উদ্ধার হয় বিপুল পরিমান সোনার গয়না। এত গয়না ওই ব্যক্তি কোথা থেকে পেল বা গয়নাগুলি সে কোথায় নিয়ে যাচ্ছিল, প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি ধৃত। এরপরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, ধৃত সন্তোষ কুমার পাটনার বাসিন্দা। তার কাছ থেকে বাজেয়াপ্ত ওই গহনার বাজারমূল্য আনুমানিক ৩৩ লক্ষ টাকা। ঘটনার সঙ্গে আরও কোনও ব্যক্তি জড়িত কিনা, তা জানতে তদন্তে শুরু করেছে পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours