মঙ্গলবার সন্ধ্যেতে কলকাতা ময়দান হতবাক। মোহনবাগানের সচিব পদ থেকে হঠাতই ইস্তফা দিলেন সৃঞ্জয় বোস। ক্লাবের সভাপতি স্বপন সাধন বসুর কাছে নিজের ইস্তফাপত্র প্রদান করেছেন সৃঞ্জয়।

নিজের ইস্তফা পত্রে সৃঞ্জয় বোস জানিয়েছেন, একান্ত ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও আগামী দিনে ক্লাবের প্রতি নিজের দায়বদ্ধতা বজায় রাখার অঙ্গীকার রেখেছেন তিনি। এছাড়া আজীবন মোহনবাগানের প্রতি নিজের সমর্থনের আশ্বাস দিয়েছেন সৃঞ্জয়।
এদিকে দায়িত্ব ছাড়ার পর তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর ধন্যবাদ জানিয়েছেন মোহনবাগান ক্লাবের সদস্য তথা অগণিত সমর্থকদের। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours