অবশেষে মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত ফিল্ম 'পুষ্পা'। তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত এই ফিল্ম মুক্তি পাবে দুটি ভাগে। 17 ই ডিসেম্বর মুক্তি পাবে 'পুষ্পা'-র প্রথম ভাগ। পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে 'পুষ্পা'।

সেগুলি হল তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি। গতকাল থেকে শুরু হয়েছে 'পুষ্পা'-র টিকিট বিক্রি। অনলাইনে এক ঘন্টার মধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। অতএব এই পরিস্থিতি থেকেই ধারণা করা যাচ্ছে 'পুষ্পা'-র বক্স অফিস সাফল্য।

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই সবচেয়ে বড় বক্স অফিস হিট 'সূর্যবংশী'। কিন্তু 'পুষ্পা'-র টিকিট নিয়ে দর্শকদের উন্মাদনা দেখার পর ফিল্ম সমালোচকরা মনে করছেন, চলতি বছরে অন্যতম বাণিজ্যিক সফল ফিল্ম হতে চলেছে 'পুষ্পা'। নবীন ইয়ারনেনি (Nabin Yarneni) ও রবিশংকর (Ravishankar) প্রযোজিত ফিল্ম 'পুষ্পা' পরিচালনা করেছেন সুকুমার (Sukumar)।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours