তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। শুক্রবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রেল কলোনী সংলগ্ন মাঠে। ঘটনায় অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, অভিযুক্তরাও শাসক দলের সদস্য।স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এলাকার রেল কলোনি সংলগ্ন এই মাঠে মদ, গাঁজার আসর চলত। তারই প্রতিবাদ করতে গেলে ডোঙা ওরফে বুদ্ধদেব চিত্রকর ও সৌরিশ দে সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী বিশালকে লক্ষ্য করে গুলি চালায়। অতর্কিত আক্রমণে গুলিতে আহত হন বিশাল খেয়ারি নামে এক যুবক। তৃণমূল কর্মী ওই যুবকের ডান পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এলাকায় ফুটবলার হিসেবেও জনপ্রিয় ছিল বিশাল।গুলিতে গুরুতর জখন বিশাল এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বিশালের বাবাও তৃণমূলের একজন কর্মী। বহুদিন ধরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়ে আসছিলেন, ডায়মন্ড হারবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রেল কলোনী সংলগ্ন মাঠে সন্ধে নামতেই শুরু হয় অসামাজিক কাজকর্ম। এদিন সন্ধে নামতেই দল বেঁধে সেখানে গিয়ে প্রতিবাদ করেন বিশাল খেয়ারি, তাঁর বাবা ও আরও বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসায় বাঁধে। বাগ-বিতন্ডার মাঝে আচমকাই বন্দুক বের করে বিশালকে গুলি করে অপর দলের একজন।গুলির আওয়াজে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্ত তিন ব্যক্তিকে ধরে ফেলে স্থানীয়রা। উত্তম-মধ্যম দেওয়ার পরে তুলে দেওয়া হয় পুলিশের হতে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন বিশাল।


অন্যদিকে, হাওড়ার বালি এলাকায় কেনাকাটা করতে বেরিয়ে নিখোঁজ একই পরিবারের দুই বধূ। খোঁজ মিলছে না একই পরিবারের ছ' বছরের শিশুরও। পরিবারের দাবি, গত বুধবার শীতপোশাক কিনতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাড়িক বড় বউ অনন্যা কর্মকার। সঙ্গে গিয়েছিলেন, ছোট বউ রিয়া কর্মকার। সঙ্গে ছিল রিয়ার ছেলে আয়ুশও। শ্রীরামপুর গিয়ে কেনাকাটা করবেন বলে স্থির করেছিলেন তাঁরা। কিন্তু, বিকেলের পর থেকে আর তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours