ভয় ধরাচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন। ইতিমধ্যেই ভারতে দু'জনের শরীরে মিলেছে সেই ভ্যারিয়েন্টের হদিশ। কিন্তু অন্য ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হলে যে সমস্ত উপসর্গ দেখা যায় এই নতুন ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হলে উপসর্গ কিছুটা আলাদা। এর আগে করোনার প্রাথমিক উপসর্গগুলি ছিল জ্বর, স্বাদ-গন্ধ চলে যাওয়া, সর্দি-কাশি ইত্যাদি।আফ্রিকার মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন চিকিত্‍সক অ্যাঞ্জেলিক কোয়েটজি জানাচ্ছেন, যাঁরা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তাঁদের ক্ষেত্রে স্বাদ ও গন্ধ চলে যাওয়ার মতো কোনও উপসর্গ নেই। সেই জায়গায় অন্য নতুন একগুচ্ছ উপসর্গ দেখা যাচ্ছে। সেগুলি হল- শরীরে দুর্বল ভাব ও সারা শরীরে যন্ত্রণা, মাথাব্যথা।দেশে ওমিক্রন সংক্রমণের হলে ফের কড়াকড়িভাবে মাস্ক ব্যবহার করতে বলছেন চিকিত্‍সকরা। সেই সঙ্গে ঘনঘন হাত ধোয়া, করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা। এরই সঙ্গে একটি স্বস্তির খবর, গবেষকদের একাংশ মনে করছেন দেশের তৈরি কোভ্যাক্সিন এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours