Subscribe to:
Post Comments (Atom)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১২ টা নাগাদ উস্থি থানার হটুগঞ্জের বাসিন্দা সুজয় মন্ডল ও বিজয় মন্ডল বাইকে চেপে বাড়ি ফিরছিলেন।
সুজয় ও বিজয় সম্পর্কে খুড়তুতো ভাই। অন্যদিকে ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এক স্থানীয় বাসিন্দা বলেন, "শীতের রাতে রাস্তায় লোক ছিল না। আচমকাই একটা বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসেছিলাম। আমরা যতক্ষণে এসে পৌঁছই ঘাতক লরির চালক ততক্ষণে গাড়ি ফেলে পালিয়েছে। একটা বাইক পড়ে থাকতে দেখি। কিছুটা দূরেই দুই যুবক পড়েছিল। রক্তে ভেসে যাচ্ছিল রাস্তা। আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ততক্ষণে সব শেষ।" একই সঙ্গে দুই ভাইয়ের মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা গ্রাম। তবে জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা
Post A Comment:
0 comments so far,add yours