কচুবেরিয়া ঘাটের কাছে বেঁধে রাখা নৌকা ডুবল নদীতে। ঘটনাটি ঘটেছে ৫ ডিসেম্বর রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। দুর্যোগের জেরে ঘাটের কাছে নোঙ্ঘর করা ছিল নৌকা। সেই নৌকা ডুবে যাওযায় চাঞ্চল্য। তবে নৌকাতে থাকা চারজনকে ঘটনাস্থল থেকে সাগর থানার পুলিশ উদ্ধার করেছেন বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ইলেকট্রিক পোস্ট বোঝাই একটি বার্জ কে টেনে নিয়ে আসছিলো ওই ট্রলারটি এরপর রাতে নংঘর করা ছিলো ওই ট্রলারটি, এরপর হঠাৎ প্রাকৃতিক দুর্যোগে নদীতে জোয়ার বাড়ার কারণে ট্রলার টি একটি অস্থায়ী জেটিতে উঠে যায় এরপর জেটিতে ওঠার ফলে ওই নৌকাটির হঠাৎ করে তালা ছেড়ে যায় এরপর নৌকাটিতে জল ঢুকে নৌকাটি ডুবে যায়।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours