অন্তঃসত্ত্ব বোনের মাথা কেটে সেলফি তুললেন তাঁরই দাদা।
এমনই এক চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল মা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বোনের মাথা কেটে বাড়ির বারান্দায় ঝুলিয়ে হর্ষোল্লাসে মেতে ওঠে ওই যুবক।
আর পথচলতি মানুষ ওই দৃশ্য দেখে আঁতকে ওঠে।
ঠিক কী হয়েছিল?
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কীর্তি (বোনের নাম) গত জুনে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল। গত সপ্তাহে কীর্তির মা মেয়ের সঙ্গে যোগাযোগ করে বাড়িত আসার অনুরোধ জানায়। রবিবার কীর্তি তাঁর স্বামীকে নিয়ে বাপের বাড়িতে আসে। বিকেলে বাড়িতে কীর্তি চা তৈরি করছিল। আচমকাই তার গুণী দাদা এবং মা ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। মেয়ের মাথা কাটার সময় মেয়ে যাতে পালাতে না পারে, তার জন্য মা পিছন থেকে তাঁর মেয়ের পা চেপে ধরে। চিত্কার শুনে স্ত্রীকে বাঁচাতে স্বামী এগিয়ে এলে চড়াও হয় শাশুড়ি এবং শ্যালক। স্বামী কোনওক্রমে সেখান থেকে কোনওক্রমে পালিয়ে বাঁচেন।পরে অবশ্য ওই যুবক থানায় আত্মসমর্পণ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Post A Comment:
0 comments so far,add yours