২৩ বছর পর, আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে আবার বাঘ দেখা দিল! জঙ্গলের মাটিতে বাঘের পায়ের টাটকা ছাপ পাওয়া গিয়েছে সম্প্রতি। সে নিয়ে একই সঙ্গে উচ্ছ্বাস এবং শোরগোল। আপাতত বন্ধ হল জঙ্গল সাফারি। শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে একটি ট্র্যাপ ক্যামেরায় একটি বাঘের ছবি ধরা পড়ে।সেটি অস্পষ্ট হলেও রবিবার যে ছবিটা ধরা পড়ল সেটা খুব স্পষ্ট। গায়ের ডোরাকাটা দেখে সেটিকে রয়াল বেঙ্গল টাইগার বলেই মনে করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। জানা গেছে, সেটি একটি পুরুষ বাঘ। তবে দুদিন পরপর ক্যামেরায় ধরা পড়া বাঘ একই কি না তা খতিয়ে দেখছে বন দফতর। বহুদিন পর বক্সায় রয়েল বেঙ্গল টাইগারের দেখা পেয়ে স্মৃতিমেদুর হয়ে পড়েছেন স্থানীয়রাও। বললেন, প্রকল্পের পরিকাঠামোর সমস্যার কারণেই বাঘের সংখ্যা কমে এসেছে। আপাতত এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়াকেই অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে। এর আগে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল লালগড়ে। তারপর এখন আবার ডোরাকাটাদের দেখা মিলতে যেন প্রাণ ফিরছে বক্সা প্রকল্পে। খুশি পর্যটকরাও। আশপাশের বিভিন্ন জায়গা থেকে বিট অফিসার, বন কর্মীদের পাঠানো হয়েছে বক্সায়। বাঘের সন্ধানে তল্লাশি চলছে, চলছে কড়া নজরদারি। মঙ্গলবার কলকাতা থেকে যাবে বন দফতরের আরও একটি দল। বক্সার জঙ্গলে এই মুহূর্তে বাঘের সংখ্যা কত, কতগুলি পুরুষ বাঘ, কতগুলি মহিলা বাঘ সেসবও খতিয়ে দেখবেন বন কর্তারা। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours