চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে গুরুতর জখম হল এক কিশোরী (girl)! ১৬ বছরের মেয়েটির নাম গুলাবি ঘরামি। তার বাড়ি হুগলির বলাগড় এলাকার ডুমুরদহ বাসস্ট্যান্ড অঞ্চলে। পুলিশ জানিয়েছে, আজ, শুক্রবার তখন সন্ধে সাড়ে আটটা বাজে। হাওড়া-ব্যান্ডেল মেন লাইনের মানকুন্ডু স্টেশনে আচমকাই হইহই পড়ে যায়।ট্রেন থেকে পড়ে গিয়ে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে কিশোরীর! সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিত্‍সা করানো হয়। জানা গেছে, গুলাবি মানকুন্ডুতে এক বন্ধুর কাছে এসেছিল, চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখবে বলে। সারাদিন ঠাকুর দেখার পর রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি ফেরার জন্য মানকুন্ডু থেকে আপ কাটোয়া লোকালে চাপে গুলাবি। ট্রেন প্ল্যাটফর্ম ছাড়তেই গুলাবির মনে পড়ে তার মোবাইল ফোন বন্ধুর কাছে থেকে গেছে। সেই ফোনটি নিতেই চলন্ত ট্রেন থেকে নামতে যায় গুলাবি। আর তখনই পড়ে যায় প্ল্যাটফর্মে। তার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে গলগল করে। চন্দননগর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিত্‍সার পরে আহত কিশোরীকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্‍সা চলছে তার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours