ব্যস্ত সময় সল্টলেক সেক্টর ফাইভে (Salt Lake Sector V) পথদুর্ঘটনা। চলন্ত বাস থেকে নামার সময় বিপত্তি। পিছন দিক আসা বাস পিষে দিল যুবককে। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও হয়নি শেষরক্ষা। প্রাণ গেল তাঁর। ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।পলাতক বাসচালক।
জানা গিয়েছে, নিহতের নাম ভোলা বাল্মিকী। তিনি বিহারের গয়ার বাসিন্দা। কলকাতায় চাকরির পরীক্ষা দিতে এসেছিলেন ভোলা। শনিবার সকালে ভোলা বাল্মিকী বাসে চড়ে চাকরির পরীক্ষা দিতে আসছিলেন। বেনফিশ মোড়ে বাস থেকে নামার কথা ছিল তাঁর। চলন্ত বাস থেকে নামতে যান ভোলা। সেই সময় টেকনো ইন্ডিয়া কলেজের দিক থেকে দ্রুত গতিতে অপর একটি বাস আসছিল। ভোলাকে পিষে দেয় বাসটি। সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা জানান, ততক্ষণে মৃত্যু হয়েছে ভোলার।
পুলিশের তরফে ভোলার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দেহ ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে চালকের খোঁজ পাওয়া যায়নি। এদিকে, পরীক্ষা দিতে এসে ঘরের ছেলের আকস্মিক প্রাণহানির ঘটনায় ভেঙে পড়েছেন ভোলার পরিজনেরা।
Post A Comment:
0 comments so far,add yours