রাস্তায় হেঁটে বেড়াচ্ছিল এক যুবক মিসরের ইসমাইলিয়ায় বন্ধুর শিরশ্চেদ করে তার কাটা মাথা নিয়ে। খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ৪০ মিনিট ধরে এভাবে কাটা মাথা নিয়ে হাটাহাটির পর।
জিঞ্জাসাবাদ করা হচ্ছে গত মঙ্গলবার মিসরের ওই যুবককে গ্রেপ্তারের পর। দেশটির আদালত তার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।তার মা ও বোনকে যৌন নির্যাতন করার অপরাধে তার মাথা কেটেছেন তিনি- জানিয়েছেন পুলিশের কাছে অপরাধ স্বীকার করে ওই যুবক।
এক হাতে কাটা মাথা আর অন্য হাতে বড় একটি ছুরি নিয়ে রাস্তায় প্রকাশ্যে হাঁটছিলেন তিনি বন্ধুকে হত্যার পর। এ সময় দ্বিগিদ্বিগ ছুটাছুটি করতে থাকে পথচারীরা ভয়ে আর্তনাদ করতে করতে।
ঘাতক ওই যুবক মানসিকভাবে অসুস্থ জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভয়াবহ ছবি ভাইরাল হওয়ার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী। মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি আগেও।
Post A Comment:
0 comments so far,add yours