দ্য ওয়াল ব্যুরো: ভোররাতে গুলি চলল চুঁচুড়া শ্যামবাবুর ঘাটে। গুলিবিদ্ধ হয়েছেন দীপ মণ্ডল নামে বছর চব্বিশের এক যুবক। অভিযোগ, রাজা মণ্ডল নামে এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযুক্ত পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত ও অভিযুক্ত দুজনেই রবীন্দ্রনগর বিশতারিখ এলাকার বাসিন্দা। শনিবার ভোরে শ্যামবাবুর ঘাটে তাদের দুজনের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা হয়। বচসা চলাকালীন দীপকে লক্ষ্য করে রাজা গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগে দীপের কোমরে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তখন এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। মারাত্মক জখম অবস্থায় দীপকে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযুক্ত রাজার বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার খবর পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া থানায় যান। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আইসির সঙ্গে কথা বলেন। বিধায়ক জানান, দুষ্কৃতী কার্যকলাপ বন্ধ করতে পুলিশি সক্রিয়তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। ঘটনার জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। সকলকে সচেতন করতে বিকেলে বিশতারিখ এলাকায় সভা করবে তৃণমূল।
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours