দীপাবলির প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগণা জেলার সুভাষগ্রাম থেকে গ্রেফতার হল এক কুখ্যাত জঙ্গি। ধৃতের নাম আব্দুল মান্নান। তিনি বাংলাদেশের বাসিন্দা। তাঁর সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদ্দিনের যোগসূত্র রয়েছে বলে জানা গেছে। ধৃতকে আজ ব্যাঙ্কশাল কোর্ট এ তোলা হয়েছে।স্বাভাবিকভাবেই জঙ্গি ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ সুভাষগ্রাম থেকে আব্দুল মান্নানকে আটক করে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ভুয়ো ভোটার কার্ড ও আধার কার্ড।
গ্রেফতারির পর তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারেন বাংলাদেশ থেকে চোরাপথে এ দেশে এসেছিল আব্দুল। ঠিক কী উদ্দেশ্য নিয়ে সে ভারতে এসেছিল এবং তাঁর সাথে কীভাবে জামাত-উল-মুজাহিদ্দিনের যোগাযোগ চলত তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Post A Comment:
0 comments so far,add yours