মালদা: নবম শ্রেণীর ছাএীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের মানিকচক ডোমাট নিউ কদমতলা এলাকায়। তারই শোওয়ার ঘর থেকে দেহ উদ্ধার হয় ওই পড়ুয়ার। মৃত স্কুল ছাএীর নাম শিল্পী মন্ডল, বয়স ১৫। স্থানীয় মানিকচক হাই স্কুলের ছাএী ছিল সে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা মায়ের অনুপস্থিতে শনিবার সন্ধ্যা নাগাদ গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে বসে সে।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষণা করে। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যা ফুলবতী মন্ডল জানান, 'আমি রবিবার সকাল নাগাদ বিষয়টি জানতে পারি।আমি ওই পরিবারের পাশে থাকবো।
এদিকে মানিকচক থানার পুলিশ, ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ।
Post A Comment:
0 comments so far,add yours