তৃণ্ময় বেরা , ঝাড়গ্রাম: প্রত্যার্পন কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলি উদ্ধার করে যাদের মোবাইল ফোন গুলি হারিয়ে গিয়েছিল তাদের হাতে তুলে দেওয়া হয় ঝাড়্গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে। মঙ্গলবার ঝাড়্গ্রাম জেলার পুলিশ লাইনে এক অনুষ্ঠানে ২২৭ জনের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিত্ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। উল্লেখ করা যায় যে ২০১৯ সাল থেকে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যার্পণ কর্মসূচি শুরু হয়। মঙ্গলবার মোবাইল ফোন গুলি তুলে দেওয়ার পর ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিত্ ঘোষ বলেন ২০১৯ সালে প্রত্যার্পণ কর্মসূচির মাধ্যমে ঝাড়্গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ৫৮০টি মোবাইল ফোন উদ্ধার করে যাদের ফোন চুরি বা হারিয়ে গিয়েছিল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। দুই হাজার কুড়ি সালে ২৫০জনের হাতে তুলে দেওয়া হয়।
২০২১ সালে ৪০০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।তার মধ্যে মঙ্গলবার ২২৭জনের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলি উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে । আগামী দিনেও এই কর্মসূচি ঝাড়গ্রাম জেলায় অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি বলেন আমরা আপনাদের পাশে রয়েছি, আপনারাও আমাদের সহযোগিতা করুন ।সেই সঙ্গে তিনি বলেন যাদের ফোন হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল তারা থানায় অভিযোগ করেছিল। সেই অভিযোগ গুলি পুলিশ খতিয়ে দেখে ঝাড়্গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে মোবাইল ফোন গুলি উদ্ধার করার জন্য এই প্রত্যার্পন কর্মসূচির আয়োজন করা হয়। মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি বাঁকুড়ার মনোরঞ্জন সাইনি, রায়পুরের বাবুরাম টুডু, লালগড়ের প্রকাশ মাহালি ,ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা শুভজিত্ কুন্ডু সহ অন্যান্যরা। তারা ঝাড়গ্রাম পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান এবং পুলিশ প্রশাসনের এই ধরনের কাজে তারা খুশি বলে জানান।
Post A Comment:
0 comments so far,add yours