বাড়ির কাছে ক্ষেত থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক গৃহবধূর মৃতদেহ। চাঞ্চল্য নদীয়ার কল্যাণী থানার কাটাবেলে এলাকায়। আলেকজান বিবি (৩৫).. পরিবার সূত্রে জানা গেছে ভোররাতে শৌচকর্ম করতে বাইরে বেরিয়ে ছিলেন তারপর আর তার খোঁজ মিলছিল না এরপর ভোরবেলা বাড়ির সামনেই ক্ষেত থেকে অর্ধনগ্ন ঝুলন্ত দেহ দেখতে পায় বাড়ির লোকেরা, খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ ।দেহ টি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।পরিবারের দাবি খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া।


News source- প্রতিদিন ২৪×৭/dailyhunt
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours