একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
কলকাতা: বেতন-বৈষম্যের প্রতিবাদে নার্সদের বিশাল মিছিলকে কেন্দ্র করে স্তব্ধ হল কলকাতা। সোমবার দুপুরে এসএসকেএম হাসপাতাল থেকে বের হয় সেই মিছিল। মিছিল শেষে নার্সরা পথ অবরোধ করেন রবীন্দ্র সদন মোড়ে। সেখানেই বিক্ষোভ দেখান তাঁরা। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে আশুতোষ মুখোপাধ্যায় রোড।গত কয়েক দিন ধরেই এসএসকেএমে আন্দোলন চালাচ্ছে 'নার্সেস ইউনিটি'। তাঁদের দাবি মূলত দু'টি। নার্সদের বেতন কাঠামোয় যে বৈষম্য রয়েছে তা দূর করতে হবে। বেতন কাঠামোয় পুনর্বিন্যাস করতে হবে। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বেশ কয়েক জনকে বদলি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ নার্স সংগঠনের। সেই বদলি প্রত্যাহারের দাবিতে স্লোগানও তোলেন আন্দোলনকারীরা।
নিজেদের দাবি আদায়ে এসএসকেএম হাসপাতালে গত কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছেন নার্সরা। সেখান থেকেই বের হয় সোমবারের মিছিল। এসএসকেএম ছাড়াও কলকাতার বিভিন্ন হাসপাতালের নার্সরা যোগ দেন এই মিছিলে।
এই মিছিলে যোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন নার্সরা। এই মিছিলের জেরে সপ্তাহের প্রথম দিয়েই অবরুদ্ধ কলকাতার ব্যস্ত রাস্তা। কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে থাকে।
Post A Comment:
0 comments so far,add yours