একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার অন্তর্গত মথুরাকাটি এলাকায় গতকাল রাতে চারজন দুষ্কৃতী একটি মাঠে জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয়। হানা দিয়ে চারজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে।তাদের কাছে একটি পিকভ্যান, খড়্গপুর থেকে চুরি যাওয়া দুটি বাইক ও ২লিটার ড্রাগস বানানোর দ্রব্য কেডিং মিক্সার পাওয়া যায়।শনিবার সেখ রাজা,সেখ কাটক,সেখ সেলাম সহ চারজন দুষ্কৃতীকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর। অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে খড়গপুর শহরজুড়ে।
Post A Comment:
0 comments so far,add yours