নাম জেনে ৩০ জনকে খুন করেছে এরা, জানুন কাশ্মীর হামলার পিছনে এই টিআরএফের ঠিকুজি-কুষ্ঠি
কাশ্মীরে জঙ্গি হামলার পরই কেন নেটিজেনদের নিশানায় অমিতাভ?
ভয়ঙ্কর’, জঙ্গি হামলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতে সফররত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
হৃদয়বিদারক! ন্যক্কারজনক’, কাশ্মীরে জঙ্গি হামলায় ফুঁসছে বলিউড
কোথাও শেখায় না মানুষ মারো’, ভাস্বরের কাশ্মীরি মুসলিম বন্ধুদের আর্তনাদ
ওয়েলিংটন: গর্ভবতী মহিলাদের হবু সন্তান নিয়ে নানা উত্কণ্ঠা থাকে। বিস্তর টেনশনে ভোগন অনেকেই। সেই সমস্ত ভয়, উদ্বেগ দূরে সরিয়ে মধ্যরাতে সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁচে সন্তানের জন্ম দিলেন নিউজিল্যান্ডের এক সাংসদ। তাঁর এই সাহসিকতার কথা ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।নিউজিল্যান্ড পার্লামেন্টের ওই সদস্যার নাম জুলি অ্যানি জেন্টার। নিউজিল্যান্ডের সময় অনুযায়ী রবিবার ভোর তিনটের সময় একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এদিন প্রসব যন্ত্রণা ওঠার পরেই তিনি সাইকেল নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তবে যাঁরা জুলিকে চেনেন, তাঁরা তাঁর এই কাজে একেবারেই হতবাক নন। কারণ তিন বছর আগে একই ভাবে প্রসব বেদনা নিয়ে সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। তবে সেবার ছিল রোদ ঝলমলে সকাল। এবার মধ্যরাত।
সন্তান জন্মের পর ফেসবুকে সেই কথা নিজেই শেয়ার করেছেন সাংসদ। সুখবর জানিয়ে লিখেছেন, ''বড় খবর! রবিবার ভোর ৩টে ৪ মিনিটে আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে। প্রসব যন্ত্রনা ওঠার পর এই ভাবে সাইকেল চালিয়ে যাব, সত্যিই তেমন কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু শেষ পর্যন্ত তেমনটাই হল। বাড়ি থেকে বেরনোর সময় আমার অবস্থা ততটা খারাপ ছিল না। আমরা রাত ২টোর সময় বাড়ি থেকে বেরোই। কিন্তু ২-৩ মিনিট পরেই ব্যথা শুরু হয়ে যায়। ১০ মিনিট পরে আমরা যখন হাসপাতালে পৌঁছই, তখন যন্ত্রণা চরমে পৌঁছেছে। (আমি কার পার্কে দাঁড়িয়ে হাসছিলাম এর ঠিক পরের মুহূর্তেই)। তবে অদ্ভূত ভাবে এখন আমাদের সঙ্গে রয়েছে স্বাস্থ্যবান, সুখী এক ছোট্ট ঘুমন্ত প্রাণ।" সেই সঙ্গে হাসপাতালের গোটা ইউনিটকে ধন্যবাদ জানিয়েছেন জুলি।
Post A Comment:
0 comments so far,add yours