বহরমপুরের গঙ্গায় দেখা গেল কুমির (crocodile)! তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। আজ, বুধবার সকালে বহরমপুরের রাধারঘাট এলাকায় ভাগীরথীর জলে ভেসে ওঠে এক বিশাল বড় মাপের কুমির! গঙ্গার পাড়ে লোকজন রীতিমতো ছুটে আসেন সেই কুমির দেখতে। জানা গেছে, এই কুমিরের আকৃতি ১০ ফুটেরও বেশি।
দু'দিন আগেই সন্ধ্যার দিকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ এলাকার গঙ্গার জলে একটি কুমির দেখা গিয়েছিল। আজ আবার গঙ্গায় কুমির দেখা যেতেই শহরের মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।এই গঙ্গার জলে শহরের বহু মানুষ প্রতিদিন স্নান করেন। তা ছাড়াও গ্রাম-গঞ্জ থেকে মানুষজন আসেন গঙ্গা স্নানের জন্য। কুমির দেখা যাওয়ায় মানুষজন গঙ্গায় নামতে ভয় পাচ্ছেন। গঙ্গায় এর আগে কখনও কুমির দেখা গিয়েছে বলে কারও জানা নেই, বলছেন স্থানীয়রা। তাই বিস্ময় ও আতঙ্ক দুইয়ের পরিমাণই অনেক বেশি। জেলা প্রশাসন এবং বন দফতরকে এই কুমিরের ঘটনার কথা জানানো হয়েছে। ঘাটে উপস্থিত লোকজন জানিয়েছেন, নৌকা করে মাছ ধরছিলেন মাঝিরা। সে সময়ই জালে আটকায় একটি বিশালাকার কুমির। যদিও ধরা পড়ার পরই জাল ছিঁড়ে তা ফের জলে চলে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
Post A Comment:
0 comments so far,add yours