দ্য ওয়াল ব্যুরো: নদিয়ায় দুর্ঘটনার কবলে পড়লে শ্মশানযাত্রী বোঝাই লরি। এদিন দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মোট ১৭ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। আহতও হয়েছেন বহু মানুষ। তাঁরা হাসপাতালে চিকিত্সাধীন। জানা গেছে শনিবার রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। নদিয়ার হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে শ্মশানযাত্রী বোঝাই একটি লরি উল্টোদিক থেকে এসে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আরেকটি লরিকে।
দুই লরির মুখোমুখি সংঘর্ষে বড় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, শ্মশানযাত্রী বোঝাই লরিটি উত্তর ২৪ পরগনার দিক থেকে যাচ্ছিল। মৃতদেহ সত্কার করতে নদিয়ার দিকে যাচ্ছিল তাঁরা। কিন্তু পথেই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রাই। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মধ্যরাতে এমন ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
Post A Comment:
0 comments so far,add yours